আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়। মাত্রই গত সপ্তাহে একটি শক্তিশালী সৌরঝড় দেখেছে পৃথিবীর মানুষ। ঠিক একই ধরনের আরও একটি সৌরঝড় আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, আগের সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছিল ‘অরোরা বোরিয়ালিস’ বা মেরুজ্যেতি। সম্ভবত এবার আরো বড় ও জটিল হবে। যার ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাতের কারণে আরো বেশি অরোরা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানী এই সৌরঝড়ের নাম দিয়েছেন ভূ-চৌম্বকীয় ঝড়।
গত ১০ মে একটি শক্তিশালী সৌরঝড়ের আঘাতে মেক্সিকো, দক্ষিণ ইউরোপ, এমনকি দক্ষিণ আফ্রিকার আকাশেও দেখা গেছে রঙিন আলোর খেলা। বিশেষজ্ঞরা বলছেন, দুই দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগরে দেয় বা নির্গত করে ঠিক তখন এই রকম ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়।