পোষ্যকোটা পুনর্বহালের দাবি রাবি কর্মকর্তা – কর্মচারীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৬জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান।
আন্দোলনকারীরা বলেন, ১৯৫৩ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় পোষ্যকোটা পরিচালিত হয়ে আসছে।বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর নির্ধারিত কক্ষের বাইরে আমাদের সন্তানদের জন্য ২/৪ টি আসন বরাদ্দ থাকে। ভর্তির জন্য যে নূন্যতম যোগ্যতা দরকার হয় তা অর্জন করেই আমাদের সন্তানেরা এখানে ভর্তি হয়। পাস মার্ক ৪০ না পেয়ে কেউ ভর্তি হতে পারেনা ।কিন্তু আজ একটা মহল সেটা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে।
আইন বিভাগের অফিস পরিচারক মাসুদ রানা বলেন, যে আন্দোলনের জন্য আমরা ঘর ছেড়েছি, জেল খেটেছি সেই আন্দোলনের ফলাফলই আজকের এই বাংলাদেশ। ভর্তির জন্য যে নূন্যতম যোগ্যতা দরকার হয় তা অর্জন করেই আমাদেত সন্তানরা এখানে ভর্তি হয়। এটা অনেক বছর ধরেই চলে আসছে। কোটায় ভর্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর মিথ্যা তথ্য আমরা লক্ষ্য করতে পারি। যেখানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কোটায় মাত্র ৭৮জন ভর্তি হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তা হাজার হাজার বলে প্রচার করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি প্রশাসনের কাছে,উপাচার্যের কাছে কিন্তু আমরা কি দোষ করেছিলাম। গত ২রা জানুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত কেন আমাদের জিম্মি করে রাখা হয়েছিল? তাদের দাবি প্রশাসন সমাধান করবে। আমরা কর্মকর্তা – কর্মচারীরা কেন এর শিকার হলাম। আন্দোলন করতে হবে, আন্দোলন আরও করবেন কিন্তু আমাদের পথ বন্ধ করে কেন? আমাদের জিম্মি করে কেন? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম আন্দোলন আর হতে দেওয়া যাবেনা। সচেতন শিক্ষার্থীদের নিয়ে এই আন্দোলন রুখে দিবো। এই স্বাধীনতা আমরাও এনেছি, এই স্বাধীনতার আমরাও অংশীদার।
উপ-প্রধান মাঠ কর্মকর্তা মুখতার হোসাইন বলেন, যতদিন পর্যন্ত না আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার ফিরে পাবো ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে আন্দোলন, সংগ্রাম, লড়াই চালিয়ে যাবো। আগামীকাল(৭জানুয়ারি) আমরা প্রশাসনিক ভবনের সামনে ২ ঘন্টা ধর্মঘট পালন করবো। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। দিন দিন তা কঠোর থেকে কঠোরতর হবে।
উল্লেখ্য, পোষ্য কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল না হলে আগামী রবিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত পৌনে দশটার দিকে উপাচার্য সালেহ্ হাসান নকীব পোষ্য কোটা থাকছে না বলে ঘোষণা দেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়