রুশাইদ আহমেদ
স্কুলে থাকতে একবার এক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম আমি।
বলা হয়েছিল: নায়ক বা খলনায়কের ক্যারেক্টারের মধ্য হতে যেকোনো একটা বেছে নিতে।
আমি ভাবলাম, ‘ভিলেন’-ই হয়ে যাই!
কারণ হিরোদের তো সকলেই ভালোবাসে।
কিন্তু আমার ভালোবাসার প্রতি বিতৃষ্ণা ছিলো।
তাই কিছু ঘৃণা পাবার লোভে আমি ভিলেন হয়ে গেলাম!
এখন আমি কবিতার ব্যবসায়ী।
হরহামেশা ফুরসতে দু-চারটি শায়েরি আর দীর্ঘ কবিতা লিখছি।
কিন্তু এখনও ভালোবাসার পূজারী আমি নই!
তাই ঘৃণাভরে তুমি আমাকে একইভাবে গাল দিতে পারো।
কিন্তু সাবধান! আমার কবিতার দিকে চোখ তুলে চেয়ো না!
কেননা উনো খেলার রিভার্স কার্ডের মতো তোমার গালিকে তোমার দিকেই ফিরিয়ে দেওয়ার ক্ষমতা
নিয়ে আমার প্রতিটা কবিতা জন্ম নেয়!
কারণ তার হৃৎপিণ্ডে যত শিরা-উপশিরা আছে—
তার কোনোটাই প্রচলিত কোনো প্যারাডাইমের গুচ্ছবদ্ধ শেকড় নয়!