খুলনা নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অর্নব কুমার সরকার (২৭) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) করছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে অর্নব ময়লাপোতা থেকে শিববাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের বহর থেকে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, নিহত শিক্ষার্থী ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী। এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনের মো. এহসান হাবিব, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এইচ এম মাসুম হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়