প্রকৌশলী অধিকার আদায়ে বিক্ষোভ সমাবেশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রকৌশলী শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে হাবিপ্রবির প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ সমাবেশে তারা প্রকৌশলীদের অধিকার নিয়ে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দেওয়া বিদ্যমান কোটা নিয়ে আলোকপাত করেন।বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটক হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। “কোটা না মেধা? মেধা মেধা”,” ডিপ্লোমা কোটার বিরুদ্ধে ডাইরেক্ট একশন”, “প্রকৌশলীদের একশন,ডাইরেক্ট একশন” এমন শ্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ৩ টি দফা তুলে ধরেন।
তারা বলেন,দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা যেন পরীক্ষা দিতে পারেন সেজন্য দশম গ্রেড উন্মুক্তকরণ,ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য নবম গ্রেডে ৩৩% কোটা মুক্ত করতে হবে,ডিপ্লোমা টেকনিশিয়ানরা নামের শেষে ইঞ্জিনিয়ার শব্দ ব্যবহার করতে পারবেন না একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারই নামের পূর্ব উক্ত ইঞ্জিনিয়ার শব্দ ব্যবহার করতে পারবেন।
উপস্থিত বক্তারা আরো বলেন, জুলাই আগস্টে এতগুলো মানুষ কোটাকে অবমুক্ত করার জন্যই তাদের জীবনকে উৎসর্গ করেছেন।
তাই দেশে কোথাও কোন কোটা থাকতে পারে না।আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ ব্যাক্তি আশা করি তিনি দ্রুত সময়ের মাঝে আমাদের সমস্যার সমাধান করবেন। তাদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে কেন্দ্রঘোষিত কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা এমন হুশিয়ারিও দেন বিক্ষোভে অংশগ্রহণ করা বক্তারা।