ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বিজনেস ক্লাবের উদ্যোগে অ্যাস্পায়ার লিডারশীপ প্রোগ্রাম কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করা শুরু হয়েছে। যা চলবে আগামী বৃহস্পতিবার (০৪ জুলাই) বেলা ১২টা পর্যন্ত।
জানা যায়, অ্যাস্পায়ার লিডারশীপ প্রোগ্রাম বিশ্বব্যাপী স্বল্প আয়ের সুবিধা বঞ্চিত সকল কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, বিনামুল্যে লিডারশীপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। যারা এ প্রোগ্রামটি শেষ করবেন তারাই এর এলামনাই সদস্য হতে পারবেন। কোন এলামনাই সদস্য যদি এসডিজি গোল সম্পন্ন করে এমন ব্যবসা দাঁড় করাতে চান অথবা বিদেশে উচ্চ শিক্ষার জন্য জিআরই, আইইএলটিএস ইত্যাদির দিতে চান এর জন্য সীড ফান্ডিং এর ব্যবস্থা অ্যাস্পায়ার কর্তৃপক্ষ করে দেয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাফায়েল আহমেদ অংকন বলেন, অ্যাস্পায়ার লিডারশীপ প্রোগ্রামটি হার্ভার্ড বিজনেস স্কুলের ফ্যাকাল্টিদের ডিজাইন করা একটি বিশ্বমানের কোর্স। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কোর্সটিতে সুযোগ পাওয়ার মাধ্যমে নেতৃত্ব গুণাবলী, নেটওয়ার্কিং দক্ষতা অর্জন করতে পারবে।