নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব ইতিহাসে প্রথমবারের মতো সূর্য থেকে মাত্র ৬২ লাখ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। যদিও কয়েকদিন ধরে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
বিজ্ঞানীরা আশা করছেন, এই অভিযান সফল হলে সূর্যের পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা পার্থক্যের কারণসহ প্রলয়ংকরী সৌরঝড়ের গোপন রহস্য উন্মোচিত হবে।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। নাসার প্রধান বিজ্ঞানী ড. নিকোলা ফক্স জানিয়েছেন, পৃথিবী ও সূর্যের দূরত্ব ১ মিটার বিবেচনা করলে, পার্কার সোলার প্রোব সূর্যের মাত্র ৪ সেন্টিমিটার দূরত্বে রয়েছে। সিএনএন সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
ভয়াবহ তাপমাত্রা থেকে মহাকাশযানটিকে সুরক্ষিত রাখতে এতে সাড়ে ৪ ইঞ্চি পুরু কার্বন কম্পোজিট শিল্ড ব্যবহার করা হয়েছে। ঘণ্টায় ৬ লাখ ৯৩ হাজার কিলোমিটার গতির এই যান নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছাতে মাত্র ৩০ সেকেন্ড সময় নেবে।
অভিযানের লক্ষ্য সম্পর্কে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের তাপমাত্রার পার্থক্যের কারণ খুঁজে বের করা এবং সৌরঝড়ের গঠন ও প্রভাব সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা।
যানটির সঙ্গে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হলেও বিজ্ঞানীরা আশা করছেন, পার্কার সোলার প্রোব ২৭ ডিসেম্বর পৃথিবীতে সিগন্যাল পাঠাবে। উল্লেখ্য, ২০১৮ সালে এই মহাকাশযানটি যাত্রা শুরু করে।
আরএস