প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর আয়োজিত উপদেষ্টা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন এমন কিছু বলেননি; তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় এবং তা আমরা পালন করবো।”
তিনি আরও জানান, কাজ করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, উপদেষ্টারা তা চিহ্নিত করেছেন এবং সমাধানে একমত হয়েছেন। “এই সংকটময় সময়ে আমাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই,” বলেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, প্রধান উপদেষ্টা ইউনূস পদত্যাগের চিন্তাভাবনা করছেন এবং এ বিষয়ে তিনি ইউনূসের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও নাগরিক মহলে উদ্বেগ তৈরি হয়। বিভিন্ন পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে বহাল থাকার অনুরোধ জানানো হচ্ছিল। আজ ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যে এই জল্পনার অবসান ঘটল বলে মনে করছেন বিশ্লেষকরা।