মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হোদেইদা প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, এ ঘটনায় এখনও পাঁচজনের নিখোঁজ থাকার খবর পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) হোদেইদার প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদা প্রদেশে সোমবার ও মঙ্গলবারের প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির প্রশাসন। তবে বন্যায় সড়ক প্লাবিত হয়ে যাওয়ায় বন্যাকবলিত স্থানগুলোতে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
এ দিকে, ইয়েমেনের বন্যা নিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ বলেছে, “বন্যায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা প্রদেশের হাজার হাজার বাসিন্দা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমতাবস্থায়, দাতা দেশ এবং দাতব্য সংস্থাগুলোকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদানের জন্য আমরা এগিয়ে আসার অনুরোধ করছি।”
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে গৃহযুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে। ফলে চরম দারিদ্র্য ও আর্থিক দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন দেশটির লক্ষ লক্ষ অধিবাসী।
বিডিএন৭১/রুশু