প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি চালুর সুপারিশ করেছেন। আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এক আলোচনায় তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে আগ্রহ না থাকলেও অনলাইন ভোটিং পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা ভাবা হচ্ছিল। তবে এবার প্রক্সি ভোটিং পদ্ধতি বাস্তবায়ন করা যায় কি না, সে বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।
গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি উইং এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ পদ্ধতি নিয়ে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়েছে।