গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। তখন থেকেই তিনি মাঠের বাইরে। পুরোপুরি সেরে উঠতে লাগবে আরও অন্তত ৮ মাস।
পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া নেইমার এই অবকাশে নিজের বিলাসবহুল প্রমোদতরি নিয়ে সমুদ্র ভ্রমণে বেরিয়েছেন। নৌবিহারে ঘুরতে গিয়ে যাত্রীদের সঙ্গে আড্ডা দিয়েও নেইমার আয় করছেন কোটি কোটি টাকা।
জাহাজে ৩ দিনের এই ভ্রমণে নেইমার আমন্ত্রণ জানান দেশটির জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী, ডিজে ও কৌতুক অভিনেতাদের। নাচ, গান, অভিনয়ে তাঁরা পুরো সময় মাতিয়ে রাখেন। প্রমোদতরিতে ক্যাসিনো ও ওয়াটার পার্কও আছে।
গভীর সমুদ্রে রোমাঞ্চকর এই ভ্রমণে যাত্রীরা নেইমারের সঙ্গে নাচ, গান, পার্টি, ছবি তোলা ও খাওয়াদাওয়ার সুযোগ পেয়েছেন। একেকজন যাত্রীর কাছ থেকে সর্বনিম্ন ১ লাখ ২১ হাজার থেকে ৭ লাখ ২৮ হাজার টাকা করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রী ভাড়া থেকে নেইমারের আয় হতে পারে ৪৫ কোটি ২৮ লাখ টাকা।