প্রায় ৪ বছরের সংসার, যার সমাপ্তি ঘটে ২০২১ সালে। এরপর থেকেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য আলাদা পথে হাঁটছেন।
নাগা চৈতন্যের শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। গতকাল নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা বাগদান সেরেছেন। বাগদানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন।
তবে এই সবের মধ্যেই নেটিজেনদের নজর কাড়ে একটি বিষয়। শোভিতার সঙ্গে বাগদান করার আগে প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেন নাগা চৈতন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার সঙ্গে থাকা একাধিক ছবি তিনি মুছে ফেলেছেন।
প্রাক্তনের বাগদান এবং ছবিগুলো সরানোর বিষয়ে সামান্থা রুথ প্রভু কোনো মন্তব্য করেননি এবং বরাবরের মতোই তিনি এ বিষয়ে নীরব রয়েছেন।
এমএ//