আর্থিক নিরাপত্তা ফিরে পেতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নরসিংদীর ছেলে জাহিদ খান। সেখানে একটি খেলনার দোকানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে মালয়েশিয়ান মেয়ে রুহি রুহানার সাথে দেখা হয় এবং বন্ধুত্বের শুরু হয়।
এরপর ভালোবাসার টানে জাহিদের সাথে রুহি চলে আসেন নরসিংদী। সোমবার মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। ভিনদেশি তরুণীকে পেয়ে পরিবার ও গ্রামবাসী খুবই খুশি।
রুহি রুহানা বলেন, তিন বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। সে মানুষ হিসেবে খুব ভালো। সে আমার খুব যত্ন করে। বাংলাদেশের সবকিছুই আমার ভালো লাগে।যদিও আমি আমার পরিবারকে মিস করি।
জাহিদ জানান, রুহির পরিবার প্রথমে ভিনদেশি ছেলের সঙ্গে সম্পর্ক মেনে নিতে চায়নি। পরে বুঝালে তার পরিবার মেনে নেয়। রুহি আমাকে ভালোবেসে ভাষা শিখছে। এখন আমি তাকে বাংলাদেশের অনেক পর্যটন স্থানে বেড়াতে নিয়ে যাব। এভাবে সে দেশের মানুষ ও প্রকৃতি সম্পর্কে জানতে পারবে।