খুলনার রূপসায় নৈহাটি এলাকায় হৃদয় শেখের কন্যা তিন্নি (১৩) প্রেমের টানে ২নং কাষ্টমঘাট এলাকার সেলিম এর ছেলে হিরা (১৬) এর সাথে ঘর ছেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে তিন্নির মা বলেন, গত রবিবার (৯ জুন) কোচিং করার কথা বলে আমার মেয়ে বাড়ী থেকে বের হয়ে সঠিক সময় বাড়ী না ফেরায়, আমরা তাকে খুজতে বের হই। অনেক খোজাখুজির পরে জানতে পারি। আমাদের পাশের প্রতিবেশী মিম, সেলীনা, মালা তাদের সৎ ভাই হিরার সাথে আমার মেয়ে কে পালিয়ে যেতে সাহায্য করেছে।
আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের বিয়ের বয়স না হওয়ায় আমরা আমাদের মেয়েকে ফিরে পেতে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছি। থানা প্রশাসনের পক্ষ থেকে ছেলের পরিবার কে মেয়ে হাজির করার কথা বলা হলেও তারা আমার মেয়েকে এখনো পর্যন্ত হাজির করতে পারেনি।
আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের বিয়ের বয়স না হওয়ায় আমরা আমাদের মেয়েকে ফিরে পেতে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছি। থানা প্রশাসনের পক্ষ থেকে ছেলের পরিবার কে মেয়ে হাজির করার কথা বলা হলেও তারা আমার মেয়েকে এখনো পর্যন্ত হাজির করতে পারেনি।
ছেলের সৎ বোন মালা বলেন, হিরা(১৬) আমার সৎ ভাই। সে আমাদের প্রতিবেশী হৃদয় শেখের মেয়ে তিন্নি(১৩) সাথে ২ মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে বলে আমরা জানতে পারি। ৯ জুন (রবিবার) তারা দুজন বাড়ী থেকে পালিয়ে যায়। তারা কোথায় আছে আমরা কিছুই জানি না।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন বলেন, আমি এবং মহিলা মেম্বর রেশমা আক্তার এই ঘটনা জানতে পেরে উভয় পরিবারের কাছে গিয়েছি। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পযন্ত ছেলে মেয়ের সন্ধান মেলেনি। পুলিশ প্রশাসন তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। যেহেতু ছেলে মেয়ে উভয় এর অপ্রাপ্ত বয়স। আইন অনুযায়ী তাদের বিয়ের বয়স হয়নি। তাই তাদের সন্ধান পেলেই আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।