ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তীপরীমণিকে ছেড়ে শরীফুল রাজ এখন প্রেম করছেন ‘কাজলরেখা’ সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সঙ্গে। এমন গুঞ্জন কানে আসা মাত্রই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মন্দিরা।
সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মন্দিরা হেসে বলেন, “রাজ আমার অনেক ভালো বন্ধু। বন্ধু থেকে প্রেমিক অনেকেরই জীবনে হয়। আমার জীবনে আসলে হবে না। ও আমার ভালো বন্ধুই থাকবে।”
তিনি আরো বলেন, “আমি প্রেম তো করছিই। এখন কাকে করছি, কীভাবে করছি এটা দেখার দায়িত্ব সংবাদমাধ্যমের। আপনারা খুঁজে বের করুন।”
উল্লেখ্য, শরীফুল রাজের সঙ্গে ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয়ের পর আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যাবে মন্দিরাকে। আসন্ন কেবারবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।