Home » news » ফারুকীকে নিয়ে মুখ খুললেন তমা
শোবিজের অনেক তারকাই রাজনীতিতে সক্রিয় রয়েছেন। অভিনয়শিল্পী থেকে সংসদ সদস্য হওয়া বা রাজনীতিবিদ থেকে শিল্পী হওয়ার উদাহরণও আমাদের সামনে আছে। আগের সরকার আমলে শোবিজের কয়েকজন তারকা নির্বাচনে জিতে সংসদে আসন অর্জন করেন। এখন স্বৈরাচারী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। কিন্তু রাজনীতিতে তারকাদের আগ্রহ থেমে নেই।
সম্প্রতি নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। শপথ নেওয়ার পর থেকেই তিনি শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। সবার প্রত্যাশা, তার নেতৃত্বে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলো আসবে।
উপদেষ্টার দায়িত্ব নিয়ে ফারুকী এখন সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা করছেন। এ নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জাও। একটি সাক্ষাৎকারে তমা জানান, “আমার মনে হয় বিনোদন দুনিয়ার কেউ যদি এ বিষয়ে জ্ঞান রাখেন, তবে তার এই পদে থাকা উচিত। সেই হিসাবে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি। আমি আশা করি, তিনি সরকারের কাছে আমাদের ইন্ডাস্ট্রির সমস্যাগুলো তুলে ধরবেন।”
তমার মতে, ফারুকীর পদক্ষেপ দুই বাংলার ইন্ডাস্ট্রির জন্যও সুখবর বয়ে আনতে পারে। তবে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক আদান-প্রদানে ভিসা জটিলতার প্রভাব প্রসঙ্গে তমা বলেন, “এই জটিলতার কারণে আমিও সমস্যায় পড়েছি। সবসময় কাজের জন্য না, ভারতেও আমার বন্ধু-বান্ধব আছে, তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে। কিন্তু এই যোগাযোগ অনেক দিন ধরেই বন্ধ।”
তিনি আরও বলেন, “আমরা চাই এই বাধাগুলো কাটিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক, যাতে দুই বাংলার মানুষ বন্ধুত্বের কারণেও সহজে যাতায়াত করতে পারে এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ে।”