দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ে দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (০৩ আগস্ট) ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার বরাতে এ তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।
ফিলিপাইনীয় ও মার্কিন ভূতত্ত্ব বিষয়ক সংস্থা দুটি জানায়, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় ফিলিপাইনের মিন্দানাওয়ে অনুভূত হওয়া ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামের ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। তবে এ ভূকম্পনের ফলে সুনামি সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেছে সংস্থা দুটি।
বার্কেলোনার নিকটবর্তী শহর লিঙ্গিগের পৌরসভার এক কর্মকর্তা ইয়ান অনসিং এ বিষয়ে বলেন, “ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল। তখন আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জেগে দেখি ঘরের আসবাবপত্র কাঁপছে। প্রায় ১০-১৫ সেকেন্ড পর থামে সেই কম্পন।”
প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলার টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় ফিলিপাইন স্বাভাবিকভাবেই ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে তিনজনের মৃত্যু হয়।