ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংস হামলার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। মানবতাবিরোধী এই আগ্রাসনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের ঢল। এ যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেট তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বার্তায় ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
স্পিডস্টার তাসকিন আহমেদ ফেসবুকে একটি ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার শেয়ার করে লেখেন, “একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।”
অন্যদিকে, মুশফিকুর রহিম ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে আল্লাহর সাহায্য কামনা করে লেখেন, “হে আল্লাহ, নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদের রক্ষক, সাহায্যকারী, সমর্থক এবং শক্তিদানকারী হোন।”
সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ গাজায় হামলার একটি প্রতীকী ছবি পোস্ট করে লেখেন, “ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে করিম, হে রহমানুর রহিম, সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষক। আপনি তাদের রক্ষা করুন এবং তাদের জয়ী করুন। আমিন।”
বাংলাদেশের তারকাদের এই মানবিক অবস্থান বিশ্বব্যাপী চলমান প্রতিবাদ এবং সংহতির আওয়াজকে আরও শক্তিশালী করেছে।