৩৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের ন্যানি চারটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে পুরোদস্তু তারকা বনে যাওয়ার পর রবিবার (৮ ডিসেম্বর) নিজের ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানান।
ম্যানচেস্টার ইউনাইটেডের লিজেন্ডারি কোচ স্যার অ্যালেএক্স ফার্গুসন ২০০৭ সালে তার সঙ্গে চুক্তি করেন। তবে দীর্ঘ আট বছর পর স্থায়ী চুক্তি রেখে ফেনারবাখে যোগদান করেন তিনি।
এরপর নিজের ১৯ বছরের ব ক্যারিয়ারে প্রায় ১০টি ক্লাবে খেলেছেন পর্তুগিজ এই তারকা। তুরস্ক, স্পেন ও যুক্তরাষ্ট্রের ফুটবলেও নিজের আধিপত্য দেখিয়েছেন বেশ সফলভাবে। নিজের জন্মস্থানের পাশের শহর এস্ত্রেলা আমাদোরার সঙ্গে এই বছরের শুরুতে চুক্তি করেন তিনি।
ন্যানি এক বিবৃতিতে বলেছেন, “সবকিছুরই শেষ হয়। খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণে আমি সময় নিয়েছি। সম্ভবত আমার পেশাদার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পেশাদার খেলোয়াড় হিসেবে খেলা শেষ করার সিদ্ধান্ত। আমি আমার বুটজোড়া তুলে রাখছি। আমার দায়িত্ব পরিপূর্ণ হয়েছে ভেবেই এটা করছি। আমি বিশ্বাস করি এটা ছিল সুন্দর ক্যারিয়ার, যেটা অনেক অর্জনে পূর্ণ।”
জীবদ্দশায় নিজের ক্যারিয়ারের ম্যাচ খেলেছেন প্রায় ৬২০ টি। এমনকি গোলও ১৩০ টি। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেন তিনি।
রকি//বিএন