রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছেন, সেই সকল ভাষা শহীদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। দিবসটি উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্প অর্পণ করে তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ ,সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন আবিদ সহ অন্যান্য নেতাকর্মী।