ফেনীর সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলায় ঘটনায় করা মামলার জেরে ছাত্রদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ছাত্রদলের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
৩০ অক্টোবর (বুধবার ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তাকিয়া রোড সংলগ্নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- সোনাগাজী পৌর ছাত্রদলের আহবায়ক রিংকু, ছাত্রদল নেতা আসিফুল ইসলাম, নুর করিম, রাহাতুল ইসলাম, আবু ইউসুফ, আবুল কাসেম, নূর নবী, এনায়েত হোসেন, ওমর হাছান, কামরুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, ইব্রাহিম, আবুল কালাম, রহমত উল্লাহ শাহীন, রফিক, জসিম উদ্দিন, জিহাদ রুবেল, সম্রাট, মতিউর রহমান মাসুম, মারুফ, সাজ্জাদ, সালাউদ্দিন, সজিব, শাহরিয়ার ইসলাম, সজিব হোসেন, পারভেজ, বাবর, মাসুদ, জিসান, রামিম ও সবুজসহ অন্তত ৩৫ জন।