ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. খালেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাতেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদ খানকে বিমানবন্দর থেকে গ্রেফতারের পর ফেনীতে আনা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে এক ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলায় মো. খালেদ খান অন্যতম আসামি। ঘটনার পরপরই তিনি দেশ ছেড়ে সৌদি আরব পালিয়ে যান।
সম্প্রতি তিনি দেশে ফিরে আসার সময় বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে। ধারণা করা হচ্ছে, তিনি আবার বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
খালেদের গ্রেফতারে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্তে আরও অগ্রগতি আশা করা হচ্ছে।
খালেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।