ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’র আয়োজনে ফেনী শহরে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে৷
শুক্রবার (৫ এপ্রিল) ফেনী শহরের ট্রাংক রোডে দ্য ফুডিয়ান রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুবির ৩য় ব্যাচের বেলাল হোসেন, ৪র্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী আবদুল আজিজ মাসুদ (৪১ বিসিএস শিক্ষা ক্যাডার), ৬ষ্ঠ ব্যাচের নাজমুল হাসান মিশু, সাবেক সাধারণ সম্পাদক ১০ম ব্যাচের শাহ ফাহিম, ১১তম ব্যাচের শিক্ষার্থী ও কুবির বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের মুমিন শুভ, সাবেক সভাপতি ইব্রাহিম বাবলু, বর্তমান সভাপতি নাইম খোন্দকার, সাধারণ সম্পাদক আবিদুর রহমানসহ কুবিতে অধ্যয়নরত ফেনী জেলার বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
ইফতার পরবর্তী আলোচনায় আবদুল আজিজ মাসুদ বলেন, ‘ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের এবারের প্রোগ্রামে প্রায় পঞ্চাশ জনের উপস্থিতি অনেক বেশি। অনেক ভালো লাগছে সবাইকে দেখে। এমন প্রোগ্রামগুলো সিনিয়র জুনিয়রদের মধ্যে যে সম্পর্ক তা উন্নয়নে অনেক কাজে লাগে।’
এসময় তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়া নিয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন।
সভাপতি নাইম খোন্দকার বলেন, ‘সিনিয়র-জুনিয়র সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ায় ও আমাদের সহযোগিতা করার জন্য। সিনিয়রদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করার জন্য। ভবিষ্যতেও এধরনের প্রোগ্রামে আমরা সকলের সহযোগিতা কামনা করি।’