সম্প্রতি ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। অনন্ত আম্বানির বিয়েতে বচ্চন পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে উপস্থিত হওয়ায় এই গুঞ্জন আরও তীব্র হয়েছে। অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং তাদের মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে দেখা যায় অভিষেক বচ্চনকে। পরে, ঐশ্বরিয়া রায় শুধু মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে আলাদাভাবে হাজির হন।
এই পরিস্থিতি থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন আবারও সামনে আসে। বিষয়টি আরও বাড়িয়ে দিয়েছে জয়া বচ্চনের পুরনো একটি মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন যে ঐশ্বরিয়া বাড়িতে গিয়ে তাঁর মেয়ে শ্বেতার জায়গা পূরণ করেছেন। জয়া আরও জানান যে, পারিবারিক জমায়েতে ঐশ্বরিয়া বেশি কথা বলেন না, কারণ তিনি ভালো করেই জানেন কারা বচ্চন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। সেই সময় জয়া বচ্চন রেখার দিকে ইঙ্গিত করেছিলেন বলে ধারণা করা হয়।
অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া এবং আরাধ্যাকে বচ্চন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নয়, রেখার সঙ্গে দেখা গেছে। এমনকি, রেখাকে ঐশ্বরিয়ার কানে কিছু বলতে দেখা যায়। এতে গুঞ্জন শুরু হয়েছে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের দূরত্বের কারণে কি রেখার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন ঐশ্বরিয়া?
উল্লেখ্য, জয়া, অমিতাভ এবং রেখা অভিনীত ছবি ‘সিলসিলা’ ১৯৮১ সালে মুক্তি পায়। এরপর থেকে আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের।