ফের ভারতীয় রুপির দরপতন
ভারতীয় মুদ্রা রুপির মান আরও কমেছে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে ৮৬.২০ রুপি পাওয়া যাচ্ছে, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন।
বৃহস্পতিবার রয়টার্সের এক সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, রুপির মান আরও কমে ৮৬-এ পৌঁছাতে পারে।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই পূর্বাভাস বাস্তবে রূপ নিয়েছে। শুক্রবার রুপির মান ১৪ পয়সা কমেছে। এ খবর প্রকাশ করেছে ইকোনমিক টাইমস।
বিশেষজ্ঞদের মতে, এই দরপতনে ভারতের পুঁজিবাজার বড় ধরনের সংকটে পড়েছে। রুপির অবমূল্যায়নের সঙ্গে সঙ্গে শেয়ারবাজারেও ধস দেখা দিয়েছে।
শুক্রবার সেনসেক্স ২৪১.২০ পয়েন্ট কমে ৭৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে, যা ৭৭,৩৭৮.৯১ পয়েন্টে থেমেছে।
গত তিন দিনে সেনসেক্স সূচক মোট ৮২০ পয়েন্ট কমেছে। এর ফলে বাজারের মূলধন ১২ লাখ কোটি রুপি হ্রাস পেয়েছে।
এদিকে, বিদেশি বিনিয়োগকারীরা মোট ১২,৭৮৭.৭৩ কোটি রুপি শেয়ারবাজার থেকে তুলে নিয়েছে, যা রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ।
ফের ভারতীয় রুপির দরপতন আরো পড়ুন।
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা নিয়ে কংগ্রেস মোদি সরকারের কড়া সমালোচনা করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, নতুন বছরের প্রথম কয়েক দিনেই বিদেশি বিনিয়োগকারীরা ২০০ কোটি ডলারের পুঁজি সরিয়ে নিয়েছে। এর ফলে সূচক আরও নিচে নেমে গেছে।
সপ্তাহ শেষে সেনসেক্সের মোট পতন হয়েছে ১,৮৪৪.২ পয়েন্ট, আর নিফটির ৫৭৩.২৫ পয়েন্ট। বিশেষজ্ঞরা মনে করছেন, আপাতত রুপি ও শেয়ারবাজার উভয়ই অস্থির থাকবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে শেয়ার কেনা থেকে বিরত থাকার।
রুপির অবমূল্যায়নের কারণ
বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে ডলারের মান বৃদ্ধি পাচ্ছে এবং বন্ডে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণেই ডলারের তুলনায় রুপির মান কমছে।
আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৪ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় ১৮.৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে, ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। শেষ প্রান্তিকে ১০.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রত্যাহার করা হয়, যেখানে এর আগের প্রান্তিকে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছিল। এসব কারণে রুপির ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মোঃ জাফিরুল ইসলাম আরো খবর পড়ুন ।