বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় রফিকুল ইসলাম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদল রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই দুপুরে রাজধানীর বাড্ডায় বিসমিল্লাহ আবাসিক হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদ করছিলেন মো. রফিকুল ইসলাম (৩৭)। এসময় পুলিশের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। পরে দীর্ঘ চিকিৎসার পর ২৭ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা মুহাম্মদ লুৎফর রহমান ৩৭ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলা দায়ের করেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত করা হয়।
এর আগে, গত বছরের ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এর পর তিনি বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে একাধিকবার রিমান্ডে ছিলেন।
আরএস/আরইউএস