‘ফ্যাসিবাদের পক্ষে লিখলে আবার কলম ভেঙে দেব’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তোলা হবে। বিশেষ করে, ফ্যাসিবাদকে সমর্থন করা কোনো মিডিয়া কিংবা ব্যক্তি, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান থাকবে। তিনি বলেন, “যেসব মগজ ফ্যাসিবাদের পক্ষে চিন্তা প্রসূত করবে, তাদের চিন্তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। তরুণ প্রজন্মের কথা না বুঝলে পরিণতি কী হতে পারে, তা আওয়ামী লীগের উদাহরণ থেকেই বোঝা যায়। ভবিষ্যতেও একই পরিণতি অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “টকশো প্যানেলিস্ট, মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বুদ্ধিজীবীরা একসময় ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করেছেন। অথচ আজ মানবাধিকারের কথা বলছেন। আমরা স্পষ্ট করে জানাচ্ছি, ফ্যাসিবাদের পক্ষে লিখতে থাকা কলম ভেঙে ফেলার জন্য আমরা প্রস্তুত।”
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে মঙ্গলবার (১৪ জানুয়ারি) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দাবি জানিয়ে আয়োজিত পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। পরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং সোনারগাঁওয়ের কাঁচপুরেও তিনি পথসভা করেন।
*সরকারকে আল্টিমেটাম*
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমাদের দেওয়া সময়সীমা ছিল ১৫ জানুয়ারি। আজকের গণসংযোগের পর আমরা সময় বাড়িয়ে বুধবার পর্যন্ত দিয়েছি। সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, যা অত্যন্ত হতাশাজনক।”
আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। কোনো রাষ্ট্রীয় বাধার কারণে যদি আপনারা ঘোষণাপত্র প্রকাশে অক্ষম হন, তবে তা জনগণের সামনে স্পষ্ট করুন। যদি কোনো অগ্রগতি না হয়, আমরা রাস্তায় নামতে বাধ্য হব। যেভাবে আগস্টে আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজনে একইভাবে রাস্তায় নেমে আমাদের দাবি আদায় করব। জনস্বার্থে প্রোক্লেমেশন জারি করতে আপনাদের বাধা কোথায়—এটা জনগণকে জানান।”
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন নতুন এসবি প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল ।