ফ্রান্সের আদালত ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগে ডমিনিক পেলিকট নামে এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।
সাবেক স্ত্রী গিস লে পেলিকোতের প্রতি দীর্ঘ এক দশক ধরে চালানো এ নৃশংস অপরাধের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আদালত এ রায় ঘোষণা করে। খবর আল জাজিরা।
ডমিনিক পেলিকট তার স্ত্রীকে মাদক খাইয়ে অচেতন করে অনলাইনে অপরিচিত পুরুষদের মাধ্যমে ধর্ষণের আয়োজন করতেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করতেন। ৭২ বছর বয়সী পেলিকট আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন।
এই মামলায় আরও ৫১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের কেউ কেউ আদালতে নিজেদের ভুল স্বীকার করলেও অনেকে দাবি করেছেন, তারা ভেবেছিলেন গিস লে এই ঘটনায় সম্মতি দিয়েছেন।
রায়ের দিন গিস লে আদালতে উপস্থিত ছিলেন এবং তার সাবেক স্বামীর ধারণ করা ধর্ষণের ভিডিও আদালতে দেখানোর দাবি জানান। তিনি বলেন, এই ঘটনা তাকে লজ্জিত করতে পারবে না কারণ এর জন্য তিনি দায়ী নন। বরং অপরাধীরাই লজ্জিত হওয়া উচিত।
গিস লে পেলিকোত তার সাহসী অবস্থানের কারণে ফ্রান্সজুড়ে নারীবাদী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন। এ মামলা ফ্রান্সের ইতিহাসে একটি আলোচিত ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
আরএস//বিএন