অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শন ও বিক্রি বন্ধ করা নিয়ে দেশব্যাপী চলছে আলোচনা-সমালোচনা। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ফেসবুকে এক স্ট্যাটাসে ফারুকী বলেন, “স্যানিটারি ন্যাপকিন একটি খুবই স্বাভাবিক জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেশজুড়ে নারী স্বাস্থ্য স্যানিটেশন নিয়ে সচেতনতা তৈরি করছে, এমন একটি পরিস্থিতিতে বইমেলায় এই আলোচনার সৃষ্টি হওয়া আমাদের জন্য বেদনাদায়ক।”
ফারুকী তার স্ট্যাটাসে আরও লিখেছেন, “এ বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও।”
তিনি বলেন, “যাই হোক, বাংলা একাডেমি সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে, যাতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে মেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া, তারা অন্যান্য বিষয়েও তাদের ব্যাখ্যা দিয়েছে।”