বইমেলা নিয়ে বাংলা একাডেমির ব্যতিক্রমী উদ্যোগ
অমর একুশে বই মেলা ২০২৫ শুরু হতে আর মাত্র দুইদিন বাকি। মেলার প্রাঙ্গণে জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল মালিকরাও ব্যস্ত সময় পার করছেন শেষ দিকের। কাট মিস্ত্রি থেকে শুরু করে ডেকোরেশনের সাথে যুক্ত সবাই কাজ করছেন একযোগে। তোড়জোড় দেখা গিয়েছে বাংলা একাডেমিতেও। মেলার চারদিকে দর্শনার্থীদের জন্য আগ থেকেই নিরাপত্তা নিশ্চিতের কাজে ব্যস্ত নিরাপত্তা কর্মীরাও।
ফেব্রুয়ারির এক তারিখ থেকেই শুরু হবে বইপ্রেমী এবং দর্শনার্থীদের মিলনমেলা। তাইতো বই প্রেমীদের অনুকূল পরিবেশ তৈরিতে বিশাল এই কর্মযজ্ঞ। প্রতিবছরের ন্যায় এই বছরেও সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক মাসব্যাপী বই মেলা।
দুই স্থানে বিভিন্ন প্রকাশনীর নিজস্ব স্টলের কাজ শেষ প্রায় ৯০ শতাংশ। অধিকাংশ স্টলে ইতিমধ্যে বসানো হয়েছে প্রকাশনীর নামও। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বাড়তি ডেকোরেশনের কাজও করতে দেখা গেছে স্টলগুলোতে।
ধুলোবালি থেকে সুরক্ষা পেতে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে ইট বসিয়ে বানানো হচ্ছে নতুন রাস্তাও। দর্শনার্থীদের বাড়তি সুবিধার জন্য বসানো হচ্ছে স্বাস্থ্যেকর ওয়াশরুমও। সব মিলিয়ে বাংলা অ্যাকাডেমির এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছেন স্টল মালিকরা।
বিগত বছরের থেকে বই মেলায় এবার বাড়ানো হয়েছে স্টল সংখ্যাও। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গনে ২০২৪ সালে মোট ৯৪৬টি ইউনিটে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৪৩ টি সেখানে এই বছর ১০৭৯ ইউনিটে দেখা যাবে ৭০৩টি প্রতিষ্ঠানকে। গেলো বছরের তুলনায় যা বেড়েছে প্রায় ১২ শতাংশ।
বিগত বছরগুলোতে ইসলামিক স্টল বরাদ্দ না পেলেও এই বছর সুযোগ পেয়েছেন ইসলামিক প্রকাশনাগুলো। এজন্যে বাংলা একাডেমিকে ধন্যবাদও জানিয়েছেন ইসলামিক প্রকাশকরা। জুলাই -আগস্ট মেসা কারের স্মৃতি স্মরণে এই বছর বই মেলাই নতুন ভাবে যুক্ত করা হয়েছে জুলাই চত্বর।
যেখানে দেখা যাবে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদেরও একটি স্টল। পাওয়া যাবে জুলাই- আগস্টে ঘটে যাওয়া ভয়াবহ সব প্রামাণ্যচিত্রের দলিল সহ জুলাই-আগস্ট নিয়ে লেখা কবি সাহিত্যিকদের নানা বই।
অভ্যুত্থান পরবর্তী প্রথম বই মেলায় সম্প্রতি বজায় রেখে দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে যাতায়াত, মেলার আয়োজন এবং সার্বিক বিষয়ে নিয়ে আশাবাদী মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন। প্রাণের বইমেলা কবি সাহিত্যিক আর পাঠকদের এক মাসের মিলনমেলা।
পাঠক, কবি সাহিত্যিক, লেখক, আর সাধারণ দর্শনার্থীদের পদচারণায় বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যান এক মাসের জন্য যেন হয়ে উঠে বড্ড অচেনা। ফেব্রুয়ারিতেই যেন এক সুতোয় গাঁথা পড়েন লেখক এবং পাঠক।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন ফের পরীমণির জীবনে নতুন পুরুষ ।