২০২৫ শিক্ষাবর্ষ শুরু হলেও দেশের বেশিরভাগ শিক্ষার্থী এখনো পাঠ্যবই হাতে পায়নি। নতুন বছর শুরুর আগেই শিক্ষা মন্ত্রণালয় এক বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে, যাতে ক্লাসের সংখ্যা ও পরীক্ষার সময়সূচি থাকে।তবে এবার বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
নতুন বছরের ১৮ দিন পার হলেও বই না পাওয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা থেমে গেছে। প্রথম থেকেই শিক্ষার্থীরা পাঠে ধাক্কা খাচ্ছে, যা নিয়ে অভিভাবকরা চিন্তিত। শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। তবে প্রেস মালিকদের সাথে কথা বলে জানা গেছে, এপ্রিলের আগে বইয়ের কাজ শেষ হওয়া সম্ভব নয়।
আগের বছরগুলোর তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। সাধারণত বছরের প্রথম সপ্তাহের মধ্যে প্রায় ৮০ শতাংশ বই ছাপা হয়ে যেত, কিন্তু এবার তা সম্ভব হয়নি। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা কিছু বই পেলেও, চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বই পেয়ে থাকলেও, বেশিরভাগ শিক্ষার্থী এখনো বই পায়নি।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। বইয়ের সিলেবাস ও কারিকুলাম নতুন করে করা হয়েছে, যার ফলে দেরি হয়েছে। আগে মার্চের আগে বই দেয়া হয়নি।” তিনি আরও জানান, আর্ট পেপারের সংকট ছিল, কিন্তু এখন তা সমাধান হয়েছে এবং জানুয়ারির শেষ নাগাদ নতুন জাহাজ এসে পৌঁছাবে।