সাভারের আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন এবং ছুটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়কে এই প্রতিবাদ জানিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, প্রতি মাসে তাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়, তবে জানুয়ারির বেতন ফেব্রুয়ারির ১৫ তারিখ পার হলেও এখনো পরিশোধ করা হয়নি। এর পাশাপাশি, আজ সকালে তারা কাজে যোগ দিতে এসে দেখেন যে, কারখানা কর্তৃপক্ষ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই তারা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানান।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ভূঁইয়া জানিয়েছেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে মালিক বিদেশে অবস্থান করায় এখন পর্যন্ত সমস্যার সমাধান সম্ভব হয়নি।
এ ঘটনায় সড়ক অবরোধের কারণে ওই এলাকায় চলাচলরত শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন।