আজ সোমবার (১৭ মার্চ) বগুড়ার শেরপুরে সকাল ১১ টায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন এবং একই মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়সূত্রে জানা যায়, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটারের ছবি তুলতে যান। ছবি তুলে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে বিরইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে তিন মোটরসাইকেল আরোহীকে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়।এতে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথেই শুভ ও হৃদয় নামে দুইজন মারা যান। সাগর নামের অপরজনকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়েছে। পিছন থেকে ট্রাকের ধাক্কার ফলে তারা নিচে পড়ে গেলে নিহত হৃদয়ের কোমড়ের উপর দিয়ে চাকা যায় এবং নিহত শুভ’র মাথা ফেটে যায়। নিহত কামরুল ইসলাম শুভ (২০) মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।সে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং আসন্ন এইচএসসি পরীক্ষার্থী ছিল। একই এলাকার হৃদয় হাসান (২০) সোলাইমানের ছেলে। সেও ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল । মোটরসাইকেল চালক একই গ্রামের শাহিনের ছেলে সাগর ইসলাম শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছেন। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এই নিয়ে চার দিনের ব্যবধানে এলাকাটিতে সাতজনের প্রাণহানীর ঘটনা ঘটল।