বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ (USWAS) কর্তৃক নবীনবরণ ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার শহিদ হাফিজার রহমান মিলনায়তনে উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলার ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটি নবীনবরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
উক্ত ইফতার ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মো.গোলাম রব্বানী (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ), মো.শাকিল উদ্দিন (এডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ), ডা. মো. রাফিউল হাসান (মেডিকেল অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ), ডা. মোরতাজা আব্দুল হাই,আবু রায়হান, আবুল কালাম আজাদ সহ প্রমুখ সহ শতাধিক শিক্ষার্থী।
অতিথিবৃন্দ সংগঠনের উন্নতির পাশাপাশি ভালো একটি দেশ গড়ার তাগিদ দেন। এছাড়াও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার উপদেশ প্রদান করেন।
ইফতারের পূর্বে সংগঠনের উপদেষ্টা ও বিশেষ অতিথিবৃন্দ রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইশিতা অর্থি ( ডিরেক্টর অব কো অরডিনেশন ) এর উপস্থাপনায় সংগঠনটির অতীতের বিভিন্ন আর্থ- সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি, লিডারশীপ, দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
ইফতার পরবর্তীতে অতিথিদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ঈশিতা আক্তার অর্থি(ডিরেক্টর অব কোঅর্ডিনেশন), রাকিবুল ইসলাম রাহুল(ডিরেক্টর অব লিয়াজু), রাশেদুল ইসলাম রাসেল( ডিরেক্টর অব ফাইন্যান্স), মো. আল মামুন শাওন ( ডিরেক্টর অব প্ল্যানিং), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইউনিয়ন প্রতিনিধির সকল সদস্যবৃন্দের সার্বিক তত্বাবধানে উক্ত ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি