ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, “বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে আমাদের শিশুপ্রেমী, সমাজপ্রেমী সর্বোপরি দেশপ্রেমী হতে হবে।”
তিনি আরো বলেন,“মার্চ মাস হচ্ছে জাতির জনকের জন্মগ্রহণের মাস। এ মাস হচ্ছে স্বাধীনতার মাস। এই মাসেই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিলো সাড়ে সাত লাখ মানুষ।”
সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে ‘৭ মার্চ ঐতিহাসিক ভাষণ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট বি এম জাকির হোসেন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক মোল্লাহ ও সিনিয়র শিক্ষক গোলাম মাসুমসহ অন্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ করা হয়। সেখানে ক গ্রুপে শিশু থেকে দ্বিতীয় শ্রেণী, খ-তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, গ- ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এবং ঘ- অষ্টম থেকে দশম শ্রেণী পযন্ত ভাগ করা হয়। এসময় প্রতিটি গ্রুপে ১০ জন করে মোট ৪০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আগামী ১৭ মার্চ পুরস্কার বিতরণ করা হবে।
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া