স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালিত বঙ্গবন্ধু স্যাটেলাইট–১-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ অনুযায়ী, এটি এখন ‘বাংলাদেশ স্যাটেলাইট–১’ (বিএস–১) নামে পরিচিত হবে। সোমবার (৩ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্যাটেলাইটটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকল্পের আওতায় ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করে নতুন কোম্পানি বিএসসিএলের অধীনে দেওয়া হয়, যা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানির তৈরি করা এই স্যাটেলাইটটি ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭তম স্যাটেলাইট মালিক দেশ হিসেবে স্বীকৃতি পায়।