আজ ঐতিহাসিক বদর দিবসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ হামলায় নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। সবশেষ পাওয়া তথ্যমতে, কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
গাজার মেডিকেল সূত্রের বরাতে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে শুধুমাত্র গাজার উত্তরাঞ্চলেই ১৫৪ জন রয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
এর আগে, গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
গাজা সিটি: ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত, আল-দারাজ পাড়া: বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি’ইন স্কুলে হামলায় ৫ জন নিহত, বহু আহত এবং খান ইউনিস: মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষদের ওপর হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত।
আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে বলা হয়েছে, চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।