ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বদলগাছী উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বিজয়স্তম্ভ চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভা অনুষ্ঠানে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে বাবুল হুদাসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সহসভাপতি ফিরোজ আলম, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও রেজানুর রহমান স্যান্ডুসহ উপজেলার ৮টিয ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফজলে হুদা বাবুল বলেন, ‘দেশের জনগণ এই মূহূর্তে সংস্কারকে বড় ইস্যু মনে করে না। তারা আগে ভোট দিতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন সেই গণতন্ত্রকে গত দুই যুগ ধরে এই দেশে কবর দেওয়া হয়েছে। মানুষ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচন করতে পারেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার আবারও সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারের উচিত যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা গ্রহণ করা।’