বরাবরের মতোই নিজের উদ্ভট পোশাক পরিচ্ছেদের কারণে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। নিত্য-নতুন ফ্যাশনে চমকে দিচ্ছেন উরফি। রোজই সোশাল মিডিয়ায় ভাইরাল। সেই উরফিই এবার পড়লেন মহা বিপাকে। ঘুম থেকে উঠেই উরফি দেখেন তাঁর চোখ, ঠোঁট ফুলে ঢোল! মুখ বেঁকে গিয়ে উরফিকে চেনা দায়। তা হঠাৎ কী হল উরফির? হঠাৎ এমন অবস্থা কেন?
ইনস্টাগ্রামে ছবি দিয়ে লম্বা পোস্ট করেছেন ভাইরালকন্যা উরফি। সেই পোস্টে তিনি লিখলেন, ”অনেকেই আমার এমন চেহারা দেখে মনে করছেন, আমি নাকি আসলে ফিলার্স ব্যবহার করেছি। কিন্তু সেটা নয়। আমার অ্যালার্জি হয়েছে। ঠোঁট ও চোখে প্রচণ্ড ব্যথা। যত দিন এগোচ্ছে সমস্যা যেন আরও বাড়ছে। তাই এটা ফিলার্স নয়। এটা অ্য়ালার্জি।”
উরফি আরও জানালেন, ”আমি ১৮ বছর বয়স থেকে যে বোটস্ক নিই, সেটাই নিয়েছি। আলাদা করে কোনও বোটস্ক বা ফিলার্স ব্যবহার করিনি। তাই ভুয়ো খবর রটানোর আগে সত্যিটা জানুন।”