কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ এর বার্ষিক চড়ুইভাতির আয়োজন করা হয়েছে। এতে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে চড়ুইভাতির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল- আলামিন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হায়াৎ।
এ বিষয়ে বন্ধু কুবি’র সভাপতি ওসমান গনী বলেন, ‘সংগঠনের সদস্যদের কাজের উদ্যম বৃদ্ধি করতেই আজকে বন্ধু সংগঠনের এই মিলনমেলা। আমাদের সাবেক, বর্তমান সদস্যবৃন্দ, সংগঠনের উপদেষ্টা, নবীন সদস্যদের নিয়ে বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা ও দুপরের খাবার গ্রহণের মাধ্যমে আমরা আমাদের আয়োজনটি সফলভাবে শেষ করতে পেরেছি।’