বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ হবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২১৩ কেজি সবজির বীজ।
সেই লক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) হাবিপ্রবির ড.কুদরাত এ খুদা একাডেমিক ভবনের ৫৫৯ নং কক্ষে কৃষি অনুষদের শিক্ষার্থীরা সকাল ৮ টা থেকে বীজ প্যাকেটজাত শুরু করেন।
লাউ,সীম,বাঁধা কপি,ধুন্দল, করলা,টমেটো,বেগুন, মূলা, শসা, মরিচ,সরিষা,ঝিঙে,বরবটি,ডাটা শাক,লাল শাক,পালং শাক এবং কলমি শাক সহ শীতকালীন শাক-সবজির প্রায় ২১৩ কেজি বীজ প্যাকেটজাত করা হয়েছে।
হাবিপ্রবি গ্রাজুয়েট এবং বন্যাদুর্গত অঞ্চলের কৃষি সম্প্রসারণ অফিসারদের মাধ্যমে বীজগুলো বিতরণ করা হবে।
হাবিপ্রবির শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন সংগঠন এবং কৃষি কোম্পানির সহযোগিতায় সংগৃহিত বীজ কৃষি অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্যাকেটজাতকরণের কাজে অংশগ্রহণ করেছেন।
অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা বলছেন, দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের কিছু নৈতিক দায়বদ্ধতা থেকেই যায়।আমরা যেহেতু কৃষি নিয়ে পড়াশোনা করছি, তাই সবসময় চাই যে,বাংলার কৃষি যেন একটা সমৃদ্ধতর পর্যায়ে যেতে পারে।এখন তো বন্যার কারণে আমাদের দেশের কৃষকেদের বপনকৃত বীজ নষ্ট হয়ে গেছে।আবার অনেকেই টাকার অভাবে বীজ কিনতে পারবে না। যার কারণে তারা কৃষি উৎপাদনে অংশগ্রহণ করতে পারবে না এবং দেশের কৃষি পণ্যের উৎপাদন কমে যাবে।তখন ভোক্তাদের বেশি দাম দিয়ে শাক সবজি কিনতে হবে।আমরা মুলত কৃষকদের এবং ভোক্তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যই এমন মহৎ কাজে নিজেদের শামিল করেছি।আর এমন সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
প্লান্ট প্যাথলজি বিভাগের লেকচারার মোঃ মবিনুল ইসলাম বলেন, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় আফটার ফ্লাট ট্রান্সপ্লাটিং প্রজেক্টের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের মাঝে বিতরণের জন্য আমরা আজকে বিভিন্ন শাক-সবজির প্রায় ২১৩ কেজি বীজ প্যাকেটজাত করছি এবং খুব দ্রুত সময়ের মাঝে তা কৃষকদের হাতে হস্তান্তর করবো।যাতে কৃষকেরা বন্যা পরবর্তী সময়ে কৃষি বীজ সঙ্কট মোকাবেলা করতে পারেন। অধিকন্তু আমরা খুব দ্রুত সময়ের মাঝেই আমাদের উৎপাদিত বিভিন্ন শাক-সবজির প্রায় দশ লক্ষ্য চারা কৃষকদের মাঝে হস্তান্তর করবো।