বন্যার্তদের সহায়তায় ‘আসিফ আকবর ফাউন্ডেশন’ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দেশের বিভিন্ন দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস থেকেই এবার একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছেন তিনি, বিশেষ করে চলতি বছরের বন্যা পরিস্থিতি দেখে।
গতকাল নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তায় আসিফ আকবর জানান, “দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাব থেকে ১১ জনের একটি টিম গঠন করব, যারা জেলায় জেলায় দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। আমি নিজেই সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব।”
ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি দুর্যোগকালীন সময়ে মানুষের সহায়তায় আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী।
এমএ//