বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী শিফা ইবাদি নূরের অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার সহপাঠী, শিক্ষক ও প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং শিফার সহপাঠীরা। শোকসভায় বক্তারা শিফার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উপ-উপাচার্য ,ড. গোলাম রব্বানী বলেন, তোমরা সকালেই আমাদের সন্তান তুল্য তোমাদের সকল সমস্যা সমাধানে আমরা আছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ প্রয়োজন , সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা ইবাদির আত্তার মাগফিরাত কামনা করি।
ববি ট্রেজার ড. মো: মামুন অর রশিদ বলেন , তোমরা একটা কথা মনে রাখবে তুমি শুধু তোমার না ,তুমি তোমার পরিবারের এবং আমাদের সকলের , তোমরা সবার সাথে সবার যোগাযোগ রাখবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরান হোছাইন বলেন, আমাদের শিক্ষার্থীরাও আমাদের সন্তান তুল্য । আমরা তাদের আদর্শিক সন্তান বলি, তোমাদের এই হাসির পিছনে যদি লোকানো বেদনা থাকে তোমরা আমাদেরকে জানাবে।