বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুষ কম দেওয়ায় আলমগীর হোসেন নামের এক সেবাপ্রত্যাশী মারধরের শিকার হয়েছেন। ঘটনার পর তার মাথা থেকে রক্তক্ষরণ হয় এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিতে হয়।
বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মহফেজখানায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আলমগীর হোসেন রূপাতলী এলাকার বাসিন্দা। তিনি জানান, জমির পর্চা তোলার জন্য গেলে দায়িত্বরত কর্মচারী আলাউদ্দিন মিয়া তার কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। আলমগীর জানান, তিনি বিষয়টি অযৌক্তিক মনে করে মাত্র ২০০ টাকা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন তার ওপর চড়াও হন এবং মাথায় আঘাত করেন।
এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পাশের একটি ফার্মেসিতে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে মহফেজখানার রেকর্ড কিপার জাহাঙ্গীর হোসেন বলেন, “আলাউদ্দিন মিয়া তিন মাস আগে অবসরে গেছেন। তবে ঊর্ধ্বতনদের মৌখিক অনুমতিতে এখনও কাজ করছেন।” তিনি আরও জানান, অবসরের পর কেউ দাপ্তরিক কাজে যুক্ত থাকতে পারেন কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
অভিযুক্ত আলাউদ্দিন মিয়া ঘটনার পরপরই অফিস ত্যাগ করায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মহফেজখানা) তাসফিয়া কবির ঐশী জানান, “ঘটনাটি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”