বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-এর ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল মহানগরের ২২ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন।
সম্মেলনের আয়োজন করেন ২২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তৃতা প্রদান করেন, মোঃ মুজিবুর রহমান স্বপন তালুকদার (সাবেক সদস্য সচিব, ২২ নং ওয়ার্ড), মোঃ হানিফ তালুকদার (সাবেক সাংগঠনিক সম্পাদক, ২২ নং ওয়ার্ড বিএনপি), আলালউদ্দিন আহম্মেদ (সাধারণ সম্পাদক, ২২ নং ওয়ার্ড বিএনপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া।
তবে কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা জানান, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বহিরাগত প্রবেশ ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এমন একটি দলের কর্মী সম্মেলন শিক্ষার পরিবেশের পরিপন্থী এবং শিক্ষার্থীদের ওপর অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি করে।
একাধিক শিক্ষার্থী প্রশ্ন তোলেন, “কলেজ প্রশাসনের অনুমতি ছাড়া এমন আয়োজন সম্ভব নয়। তাহলে প্রশাসনের ভূমিকা কোথায়?” তারা এ ঘটনাকে প্রশাসনের দুর্বলতা ও দায়িত্বজ্ঞানহীনতার প্রকাশ বলে অভিহিত করেছেন।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক কর্মসূচির নামে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।