বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটের ববি কেন্দ্রের সমন্বয়ক কলা ও মানবিক অনুষদের ডিন ড. তানভীর কায়সার বলেন, ‘বি’ ইউনিটে ববি কেন্দ্রে ২ হাজার ৭২০জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪০১ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৮৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩১৯জন৷

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। ঢাবির এবারের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী । পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিক সমিতি এবং বিভিন্ন জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা করছে।
বিশেষ চাহিদা সম্পন্ন এক শিক্ষার্থীকে বিএনসিসির স্কাউটরা হাতে ধরে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই ধরনের আপ্যায়নে উক্ত শিক্ষার্থী বিশেষভাবে খুশি হয়েছে এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এদিকে গতবারের মতো এবছরও বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা হওয়ায় বেশ খুশি অভিভাবকরা। বাকেরগঞ্জ ও পটুয়াখালী থেকে আসারদ শিক্ষার্থীরা উৎফুল্লতা প্রকাশ করেছেন।
ঝালকাঠি থেকে পরীক্ষা দিতে ছেলেকে নিয়ে এসেছেন ব্যাবসায়ী আব্দুস সালাম মিয়া।
তিনি বলেন, বরিশালে পরীক্ষা হওয়ায় অতিরিক্ত কোনো প্রেশার নিতে হয়নি। সময় নষ্ট হয়নি, ভোগান্তিও কম হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিভাগীয় শহরে পরীক্ষা নিতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য (রু.দা.) ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন সাংবাদিকদের বলেন বলেন সর্বোচ্চ নিরাপত্তা ও নিরিবিলি পরিবেশ বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে প্রশাসন সদা তৎপর।
পরবর্তীতে সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোসহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৪ টা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে প্রধানমন্ত্রী সাথে আমাদের এ বিষয়ে কথা হয়েছে তিনি সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, এটি ঢাবির প্রথম ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুন্দরভাবেই হচ্ছে। শিক্ষার্থীদের যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রয়েছে।
উল্লেখ্য, গত ২০২১-২০২২ শিক্ষা বর্ষ হতে ৩ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহর গুলোর বিশ্ববিদ্যালয় নেওয়া হচ্ছে। যাতে ভোগান্তি কমেছে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হয়েছে আরও অনেক বেশি সহজ।
মেহেদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়