২৫/১/২০২৫ ইং তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ( টিএসসি) এর ছাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাব ও বাংলাদেশের জ্যোতির্বিদ্যা আউটরিচ প্রোগ্রাম “দূরবীন” এর সহযোগিতায় Planetary Parade Observation Camp অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মহাজাগতিক বিষয়ে আগ্রহী মানুষজন অনেকে সরাসরি ২০২৫ সালের গ্র্যান্ড প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের একটি বিরল এবং বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য অবলোকন করেন।
এছাড়াও স্মার্ট টেলিস্কোপের সাহায্যে প্রজেক্টর স্ক্রিনে মহাজাগতিক বিস্ময়কর দৃশ্য প্রদর্শন করা হয়। উপভোগ্য এই প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ফিজিক্স ক্লাবের উপদেষ্টা ড. মোঃ খোরশেদ আলম ।
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিপদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রসঙ্গে ড. মোঃ খোরশেদ আলম বলেন, আমাদের দেশের অনেক ছাত্র-ছাত্রীরা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিপদার্থবিজ্ঞান বিষয়ে কাজ করতে অত্যন্ত উৎসাহী। বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা ও ড. জামাল নজরুল ইসলাম জ্যোতির্বিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক মানের কাজ করেছেন।
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিপদার্থবিজ্ঞান নিয়ে কোন পড়ালেখা ও গবেষণার ক্ষেত্র এখনও তৈরি হয়নি। বাংলাদেশের এখনই জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিপদার্থবিজ্ঞান বিষয়ে শিক্ষা ও গবেষণা শুরু করা উচিত।
প্রত্যাশা থাকবে নীতিনির্ধারণী পর্যায় থেকে যথাযথ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিপদার্থবিজ্ঞান বিষয়ের প্রসারে এগিয়ে আসবে।