বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দুদক গুরুত্বপূর্ণ অনিয়মের প্রমাণ পেয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে জেলা দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও সোহরাব হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা এবং পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদ বিভিন্ন সময় ভর্তি বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে দুদকের কাছে। সংবাদ ও অভিযোগের ভিত্তিতে জেলা দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, “বশেমুরবিপ্রবিতে আসবাব ক্রয়, লাইব্রেরিতে বই কেনা, চাকরি প্রদান, পানি শোধনাগার বিনষ্ট, কেনাকাটায় অনিয়ম, গেট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছি। সেই কারণে আজ অভিযান পরিচালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেঞ্চ ক্রয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্লানিং কমিশনের পরিচালক তুহিন মাহমুদ কেনাকাটায় অনিয়মের সঙ্গে জড়িত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অপর কর্মকর্তা নজরুল ইসলাম হীরা টেন্ডার বাণিজ্যের সঙ্গে যুক্ত। তিনি আত্মীয়-স্বজনের নামে টেন্ডার নিয়ে কাজ না করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেছেন। এসব বিষয় নিয়ে ফাইল ও কাগজপত্র চেয়েছি। এগুলো যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। পরে তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেভাবে মামলা দায়েরসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।”
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন আবারও ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ।