জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোঃ রানা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবু ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা যায়,আজ রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় আন্দোলনে বাধা প্রদান এবং তার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে।
এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান,জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।