বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর
টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় একটি দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা দোকান ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্টে ‘ভালোবাসা বিরোধী’ বিক্ষোভও করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কলেজরোডে অবস্থিত মামা গিফট কর্নারে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিক্রির জন্য রাখা ফুল রাস্তায় ফেলে দেওয়া হয়। দোকানদার আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে ফুল বিক্রি করছেন, কিন্তু ওই দিন কিছু লোক এসে দোকান ভাঙচুর করেন এবং বিক্রি করা ফুল রাস্তায় ফেলে দেন। তিনি আরও জানান, তারা বলেছিলেন, “ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি, সেটাই অপরাধ।” ওই সময় তারা ‘ভালোবাসা দিবস চলবে না, চলবে না’ ও ‘প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেন।
নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান জানান, বৃহস্পতিবার একদল লোক এসে ফাস্টফুড বন্ধ রাখতে নির্দেশ দেন এবং তারা ভালোবাসা বিরোধী স্লোগান দেন। এর ফলস্বরূপ, শুক্রবার প্রতিষ্ঠানটি বন্ধ রাখতে হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, তিনি বিষয়টি জানেন না এবং ভাঙচুরের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অপরদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, বিভিন্ন ঘটনার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।